মনোসেক্স তেলাপিয়া চাষের ক্ষেত্রে পুকুর প্রস্তুতি ও সংস্কারকার্য যেমন হওয়া বাঞ্চনীয়।

পুকুর প্রস্তুতির সঠিক সময় হল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পরবর্তী চাষকালীন সময়ে বৃষ্টি আসার আগেই সাধারনত পুকুর প্রস্তুতির যাবতীয় কাজ সেরে ফেলতে হবেএ সময় পুকুরের পাড় থেকে ঝোপঝাড় অপসারণ করতে হবে। সম্ভব হলে পুকুরের সম্পূর্ন পানি সেঁচে ফেলে দিয়ে, পুকুরের তলদেশ  প্রথম পর্যায়ে একটানা ৭-৮ দিন প্রখর রোদে শুকিয়ে নিতে হবে। তলদেশের মাটি শুকিয়ে নেয়ার সময় এবং মাটি কিছুটা নরম থাকাকালীন সময়ে কমপক্ষে ১০-১২ ইঞ্চি মাটি কোদাল অথবা ড্রেজার মেশিন দিয়ে কেটে পুকুরের পাঁড় ৭-৮ ফুট প্রশস্ত করে ভালভাবে মেরামত করতে হবে।




এরপর দ্বিতীয় পর্যায়ে একটানা ১০-১৫ দিন তলদেশের মাটি রোদে এমনভাবে শুকাতে হবে যাতে পুকুরের তলদেশের মাটি ফেটে চৌচির হয়ে যায়। নিয়মানুযায়ী এরপরই তলদেশের মাটি চাষ দিয়ে নিতে হবে। এ সময় মাটির উপর প্রতি শতাংশে ১ কেজি হারে চুন গুলে সব স্থানে ছিটিয়ে দিতে হবে। পুকুরের মাটি যদি ক্ষয়িষ্ণু হয় তবে পাড় বা বাঁধ মোটা কালো চিকন ফাসের নেট দিয়ে অথবা মোটা পলিথিন দিয়ে আবৃত করে দিতে হবে। ফলে অতিবৃষ্টি হলেও পুকুরের পাড় ধ্বসে পড়বে না। এ ক্ষেত্রে অর্থ ব্যয় একটি বিবেচ্য বিষয়। কারন সনাতন পদ্ধতির মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ এর ক্ষেত্রে একদিকে যেমন কোনপ্রকার আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় না অন্যদিকে চাষ সংক্রান্ত যে কোন বিষয়ে ব্যয়ও সংকোচন করা হয়। পুকুরের পাঁড় সাধারনত ৪ ফুট প্রশস্ত হলে ভাল হয়।
Previous
Next Post »