মনোসেক্স তেলাপিয়ার জন্য খামার ও পুকুরের আদর্শ ডিজাইন ।

মনোসেক্স  তেলাপিয়া চাষের ক্ষেত্রে খামার ও পুকুরের  সঠিক ডিজাইন; আদর্শ বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী করতে হবে।   


Ø  পুকুরগুলো  আয়তাকার/বর্গাকার  হতে হবে।
Ø  প্রতিটি পুকুরের আয়তন হবে ৫০-১০০ শতক
Ø  পানির গভীরতা.৫-২.৫ মিটার পর্যন্ত হতে পারে।
Ø  পুকুর পাড়ের ঢাল হবে ১:২। 
Ø  পুকুরগুলো সারিবদ্ধভাবে পাশাপাশি হলে  ভাল হয়।
Ø  পাশাপাশি দুইটি পুকুরের পাড়ের মধ্যবর্তী দূরত্ব হবে ৪-৫ ফুট।
Ø  খামারের অভ্যন্তরে ফাঁকা জায়গাতে খাদ্য ও ঔষধ রাখার জন্য একটি ঘর থাকতে হবে।  
Ø  খামারের কর্মচারীদের থাকার জন্যও একটি কমপ্লেক্স থাকবে কিন্তু এর অবস্থান পুকুরগুলো থেকে বেশ দূরে থাকতে হবে।  
Ø  জরুরী পানি সরবরাহের জন্য অবশ্যই কাছাকাছি ভাল পানির উৎস অথবা পাম্পের মাধ্যমে মাটির নিচ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা থাকতে হবে।
Ø  পানি সরবরাহ ও নিষ্কাশন করার জন্য ভাল ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে।
Ø  আধানিবিড় চাষের ক্ষেত্রে উন্নতমানের অ্যারেটর থাকতে হবে।  
Previous
Next Post »